ডেস্ক রিপোর্ট | শনিবার,১১ মে ২০১৯: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ চার ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশী সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট থেকে তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি দেশীয় পাইপগান, দুটি ওয়াকিটকি, চারটি মোবাইলসহ মোটরসাইকেল চুরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজন ভারতীয় নাগরিক ও দুজন বাংলাদেশের নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।