নিউজ ডেস্ক | শুক্রবার,২৮ জুন ২০১৯:
‘রাজধানীর কোন ফ্ল্যাট ও ফাঁকা বাড়ি পেলেই তালা ভেঙে দল বেধে ডাকাতি করতো, মালামাল লুট করতো।’- এমন ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার (২৭ জুন) মধ্য রাতে রাজধানীর শ্যামলীর খিলজি রোডে একটি পার্ক থেকে তাদের গ্রেফতার করে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- আজিজুল(২০), শামিম (২৮), রতন (২২), রাব্বি (২০) ও আবু (২৩)।
র্যাব-২-এর শিয়া মসজিদ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাব উদ্দিন বলেন, খিলজি রোডের পার্কে ৫ জন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশিও অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করি। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশিও অস্ত্র উদ্ধার করা হয়। তাদেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে ডাকাতির বিষয়টি শিকার করে।
জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা