গাজীপুর | রবিবার,৩০ জুন ২০১৯
মাদক সংক্রান্ত বিষয় নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি হোন্ডা রোড এলাকায় ইয়াসিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন পারভেজ নামে আরো একজন।
শনিবার (২৯ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
ইয়াসিন জামালপুরের ইসলামপুর থানার পেচারচর এলাকার লাল মিয়া মোল্লার ছেলে। তারা টঙ্গীর মাছিমপুর এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থাকতেন।
টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী জানান, মাজার বস্তি হোন্ডা রোড এলাকায় আবুল কালাম নামে একজনের সঙ্গে ইয়াসিন ও পারভেজের মাদক নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে কালাম ক্ষিপ্ত হয়ে তাদের ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। পারভেজকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের জন্য ইয়াসিনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।