নিউজ ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯:
রাজধানীর ঢাকার বেশ কিছু এলাকায় আজ গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময়ের মধ্যে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গাবতলী, গণভবনসহ কয়েকটি এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।