নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট বুধবার ২০১৯:
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. খোকন (৫২)।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএসটিআই মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।
ডিবি পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত খোকন ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত বলে ডিবির কাছে স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।