নুর নবী রবিন, চবি প্রতিনিধিঃ
স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা ও চক্ষু পরীক্ষা কর্মসুচি সম্পন্ন করেছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ইউনিট।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) উপলব্দি ফাউন্ডেশন নামের এক সংগঠনের পথশিশুদের নিয়ে এ কর্মসুচি আয়োজন করা হয়।
এতে ১২-১৮ বছর বয়সী মেয়েদের মাসিক চলাকালীন সময়ে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা ও নিরাপদ স্যানিটারি প্যাড ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সাথে কিশোরী মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণ, মাসিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করা হয়। এবং মেয়েদেরকে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড উপহার দেয়। পরে ৬২ জন বাচ্ছার জেনারেল আই স্ক্রিনিং টেস্ট হয় এবং বাচ্ছাদের চোখের যত্নের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
কর্মসুচি শেষ করে সন্ধানীর সদস্যরা বলেন, আমাদের সমাজে মাসিক বিষয়ে বিদ্যমান অনুন্নত এবং কুসংস্কারাচ্ছান্ন মন মানসিকতা পরিবর্তন করতে হবে। পিরিয়ড়কে ট্যাবু ভাবার মানসিকতা দূর করতে হবে। নারীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর এক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে মানুষের জন্য কাজ করছে সন্ধানী। যার ফলশ্রুতিতে স্বাধীনতা পদকও পেয়েছে সংগঠনটি।