রাসেল খান, ২৯ সেপ্টেম্বর ২০১৯ইং
উত্তরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন বার্ষিকী পালন করেন উত্তরা আওয়ামীলীগ।
বিশিষ্ট রাজনীতিবীদ ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আল সোহেল-এর উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে তিনদিন ব্যাপী গরিব অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করা হয়ে। শনিবার বিকেলে তুরাগ থানাধীন ১৪নং সেক্টরস্থ বেঙ্গল টাইগার্স ক্রিকেট একাডেমি প্রাঙ্গনে উক্ত ক্যাম্প ও দোয়ার আয়োজন করা হয়।
তুরাগ-উত্তরার যুব সমাজের অহংকার, তরুণ রাজনীতিবীদ, সমাজ সেবক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ রাইসুল ইসলাম লিটন সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডি.এম হালিম, সাংগঠিক সম্পাদক সামসুল আলম জিন্নাহ, কার্যকরী সদস্য ফিরোজ আল মামুন, সহ-প্রচার সম্পাদক জমির মিয়া দুদু সহ স্থানীয় ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটির মাগরিব পূর্ব মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।