নিউ ইয়র্ক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯: নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন দীর্ঘ বক্তৃতা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আগে বক্তৃতা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির চেয়েও বেশি সময় নিয়ে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী।
প্রায় পৌনে এক ঘণ্টার ভাষণে ইমরান খান বলেন, ইসলামিক সন্ত্রাস বলতে কিছু হয় না, সামাজিক অবিচার উগ্রপন্থার জন্ম দেয়।
কাশ্মির ইস্যুতে গোটা বিশ্বকে সতর্ক করে তিনি বলেন, ভারতের অ্যাজেন্ডা পরিষ্কার। কাশ্মিরে ওরা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, তাতে উপত্যকার কোনো যুবক ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটাতে পারে। তখন ভারত ফের দায়ী করতে পারে পাকিস্তানকে। উপমহাদেশের দুটি প্রতিবেশী দেশের মধ্যে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ।