নুর নবী রবিন, চবি প্রতিনিধিঃ ২৯ সেপ্টেম্বর ২০১৯ইং
বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ৭৩টি গাছ রোপন করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।
রবিবার (২৯সেপ্টেম্ভর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে, শহীদ মিনারের পাশে এবং বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের পাশে গাছগুলো রোপন করা হয়।
গাছ রোপন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ঢাকা টোয়েন্টিফোরকে বলেন, দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সারাদেশের সবগুলো ইউনিটের ন্যায় আমরাও বৃক্ষ রোপন করছি। তাছাড়া ছাত্রলীগ সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং যেগুলো দিয়ে সমাজের উন্নয়ন হবে, সভ্যতার উন্নয়ন হবে এবং প্রকৃতির উন্নয়ন হবে, সে ধরনের কাজ করে যাবে।
শেখ হাসিনাকে রত্ন হিসেবে পেয়েছে উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রোবেল বলেন, গাছ লাগানোর মাধ্যমে দুর্নীতিমুক্ত,মাদকমুক্ত, অস্ত্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই বলে বার্তা দিতে চাই৷