নিউজ ডেস্ক | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯:
মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬৫ বোতল দেশি-বিদেশি মদ সহ সাহিদুল শেখ (৪৫) নামে একজনকে আটক করেছে নাকোল ক্যাম্প পুলিশ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে মদগুলি উদ্ধার করা হয়।
এ সয়ম বাড়ির মালিক সাহিদুল শেখকে (৪৫) পুলিশ আটক করেছে। সে ওই গ্রামের মৃত আব্দুর রউফ শেখ এর ছেলে।
নাকোল ক্যাম্পের ইনচার্জ এস আই প্রসেনজিৎ কুমার মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টায় সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নিচে কাগজে মোড়ানো ৬৫ বোতল দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ওসি মোঃ মাহাবুবুর রহমান জানান, সাহিদুল মাদক বিক্রেতা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।