গাংনী | সোমবার ০৭ অক্টোবর ২০১৯:
গাংনীতে বজ্রপাতে নোয়াব আলী (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ধানখোলা গ্রামের মাঠ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াব আলী ধানখোলা গ্রামের হানিফ আলীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বিকালের দিকে নোয়াব আলী পার্শ্ববর্তী একটি মাঠে মহিষ চরাতে যান। এ সময় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। আকস্মিক বজ্রপাত তার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত কয়েক বছরে বজ্রপাতে গাংনী উপজেলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে বিভিন্ন সংগঠন তাল গাছের বীজ রোপণ করছে।