নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ :
ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে স্ট্যাটাস দেয়ায় আবরার হত্যার ৩৬ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে বুয়েটের নিজ কার্যালয়ে আসেন উপাচার্য। দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করার কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা এই কর্মসূচি ঘোষণা করেন।
তারা বলেন, মামলার অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পলাতক আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার এবং অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়, সেজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি বলেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন, আজকে বিকেল ৫টা পর্যন্ত উপাচার্যকে সময় দেয়া হয়েছিল। নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি। তাই একাডেমিক এবং প্রশাসনিক সব ভবনে আমরা তালা ঝুলিয়ে দিয়েছি। তিনি এসে আমাদের সব দাবি মেনে নিলে তাকে যেতে দেওয়া হবে। আংশিক দাবি মেনে নেওয়ার আশ্বাস মানা হবে না।