নিজস্ব প্রতিবেদক | বুধবার,২৩ অক্টোবর ২০১৯:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্কুলছাত্রীকে ব্ল্যাকমেল করে চাদাঁ দাবির অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। প্রেমিকের সাথে ঘুরতে যান এক স্কুলছাত্রী। সেখানে তাদের কিছু ছবি ও ভিডিও ধারণ করে দুই বখাটে। পরে সেগুলো ওই স্কুলছাত্রীকে দেখিয়ে চাঁদা দাবি করে তারা। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
আটক দুজন হলেন উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের আবু তৈয়বের ছেলে নাজিম উদ্দিন (২৪) ও একই এলাকার আবুল হাসেমের ছেলে মমিন (১৯)।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুর চন্দ্র দেবনাথ জানান, গত ২৭ সেপ্টেম্বর মিরসরাইয়ের এক স্কুলছাত্রী তার প্রেমিকের সাথে পাহাড়ে ঘুরতে যান। সেখানে গোপনে তাদের কিছু ছবি তোলে ও ভিডিও ধারণ করে আটক দুই বখটে। পরে ওই ছাত্রীর মায়ের নাম্বারে কল করে তাদের অশ্লীল ভিডিও রয়েছে জানিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। অন্যথায় সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) ওই ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেফতার করা হয়েছে।