কুমিল্লা | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯:
কুমিল্লার তিতাসে চুরির অভিযোগে গণপিটুনিতে আনসার সদস্য শাহরিয়ারের (৩২) মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন–দড়িকান্দি গ্রামের মৃত আবদুল লতিফ মেম্বারের ছেলে মো. আদিলুজ্জামান (৪৬) ও ভিটিকান্দি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শামীম হোসেন (২৬)।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আরো ১০-১২জনকে আসামি করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাতে দক্ষিণ পাড়ার সুমন গংরা শাহরিয়ারকে পিটিয়ে হত্যা করে।”
নিহতের বড় ভাই গোলাম মোস্তফা বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাই অপরাধ করে থাকলে তারা পুলিশের হাতে তুলে দিতো।”
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ।”