আগামী বছর অস্ট্রেলিয়া বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অংশ নিবে ১৬ টি দেশ।
বিশ্বকাপের বাকী এখনও এক বছর। এক বছর আগেই ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। এমনকি সম্ভাব্য বিজয়ীর নামও বলে দিলেন তিনি।
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ভন সামাজিক যোগাযোগ ম্যাধ্যম টুইটারে একটি টুইট করে জানিয়ে দিয়েছেন আগামী বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীর নাম। তিনি যে দুটি দেশের নাম বলেছেন সেই তালিকায় নেই ভারতের নাম। ভনের মতে, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে কোনো একটি দল এ বিশ্বকাপের দাবিদার।
ভনের এই টুইট দেখেই বেজায় খেপেছেন ভারতীয় সমর্থকরা। টুইটেই তার জবাবও ভনকে দিয়ে দিয়েছেন তারা। কেউ কেউ বলেছেন, এটা ভালো জোক। কেউ তো আবার বলেছেন, যে বাউন্ডারি কাউন্ট নিয়ম উঠে গেছে।