নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত বিএনপির সমাবেশ পুলিশ বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের শান্তিগঞ্জ মোড়ে টাঙ্গাইল জেলা বিএনপির নেতারা মিছিল বের করলে পুলিশ তাদের পথ আটকিয়ে দেয়। পরে সেখানেই নেতারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সরকার দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দেশে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। অনুষ্ঠানে বক্তারা দ্রব্যাদির দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় রাজপথে মিছিলে পুলিশের বাধার প্রতি নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সরকার দেশ ও জনগণের নিরাপত্তার কথা না ভেবেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এই সরকার ব্যাংক লুট, ক্যাসিনোকাণ্ডসহ হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়ে নতুন ইস্যু তৈরি করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছে। অনির্বাচিত সরকারের নাটক থেকে বাঁচতে দেশে নতুন করে নির্বাচন প্রয়োজন।
নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় নেতারা টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালাম পিন্টুর মুক্তি দাবি করা হয়।
জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক খন্দকার রাসেদুল আলম রাসেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, বিএনপি’র প্রচার ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক ভিপি মুনীর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম।
জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, মেহেদী হাসান আলীম, সাংগঠনিক সম্পাদক আ. হামিদ তালুকদার, শফিকুর রহমান শফিক, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, মনিরুজ্জামান জুয়েল, জাহিদ হোসেন মালা, সৈয়দ শাতিল, তানভীর সজল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মো. শাফী ইথেন, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন নিলু, মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল সহ বিএনপি, যুবদল.ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।