দেশের বাজারে হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। ইতিহাসের রেকর্ড করা পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি জন্য প্রতিবেশি ভারতকেই দায়ী করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এঘটনা বাংলাদেশের জন্য শিক্ষার বলেও মন্তব্য করেন মন্ত্রী।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভারতকে দায়ী করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত হঠাৎ রফতানি বন্ধ করে দেয়ায় দেশ পেঁয়াজের এই সংকট সৃষ্টি হয়েছে। তবে আমরা যে শিক্ষা পেলাম ভবিষতে আর কখনও এরকম সংকট হবে না। এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে পেঁয়াজ উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।’
তিনি বলেন, ‘দেশে ৪-৫টা ফ্লাইট বুক করে পেঁয়াজ আনা হচ্ছে। হাজার হাজার টন পেঁয়াজ আসছে। গতকালকে (মঙ্গলবার) প্রথম দেশে আড়াই হাজার টন পেঁয়াজ এসেছে, আজকেও আসবে। এখন থেকে প্রতিদিনেই এক-দেড় হাজার টন করে পেঁয়াজ আসবে। প্রতিদিন দেশে যদি ৩ হাজার টন করে পিয়াজ আনা যেত তাহলে দেশে চাপটা কমতো।’
পেঁয়াজের দাম আছে বলেই কৃষকরা মাঠ পাহারা দিচ্ছেন বলে মন্তব্য করে টিপু মুনশি বলেন, ‘আমার দেশের পেঁয়াজ উৎপাদনকারীরা যদি দাম পায় একটু ভালো এবং তারা যদি আরো উৎসাহিত হয় তাহলে ২-৩ বছরের মধ্যে দেশে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তাহলে কৃষককে ভালো দাম দিতে বিদেশ থেকে পেয়াজ আমদানি বন্ধ করে দেয়া হবে।’
রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম রুহুল আমিন।
অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, উত্তরবঙ্গ থেকে জনশক্তি রফতানির উপর বিশদ আলোচনা করা হয়।