স্টাফ করেসপন্ডেন্ট:
নতুন দৃষ্টান্ত স্থাপন করল একাদশ জাতীয় সংসদ। এই সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়েছে। তবে দেশের ইতিহাসে ব্যতিক্রমী এক সংসদ অধিবেশনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি নেই।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নিয়ম রক্ষার এই সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার করোনা ভাইরাসের প্রেক্ষাপট তুলে ধরেন।
করোনাভাইরাসের কারণে এই অধিবেশনের মেয়াদ অত্যন্ত সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ইতিহাসের স্বল্পতম সময়ের জন্য বসল এই সংসদের সপ্তম অধিবেশন।
সিনিয়র সংসদ সদস্য এবং ঢাকার বাইরে অবস্থানকারী সংসদ সদস্যদের অধিবেশনে উপস্থিত হতে নিরুৎসাহিত করা হয়েছে। সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।
করোনভাইরাসের এই মহাদুর্যোগেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার বসার বাধ্যবাধকতা রয়েছে।
সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসাবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।