নারায়ণগঞ্জ: ফতুল্লার পাগলায় প্রতিপক্ষ মিথুন বাহিনীর হামলায় আহত রাজিব ওরফে ভিপি রাজিব (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় মারা গেছেন।
গতকাল সোমবার (২০এপ্রিল) রাত সাড়ে ১০ টায় ভিপি রাজীব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ।
সোমবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাগলা জেলে পাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী মিঠুন, কাউছার সহ তার সহযোগীরা জেলে পাড়া এলাকায় রাজিব ওরফে ভিপি রাজিবকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে প্রতিপক্ষের দল। পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যায় ভিপি রাজিব। নিহত রাজিব পাগলা বৌ বাজার এলাকার আসু তালুকদারের ছেলে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন রাজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চত করে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় রাজিবের মৃত্যু হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।