কিশোরগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমনের কারনে চলতি বোরো মৌসুমে ব্যাপক ভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কিশোরগঞ্জ সদর উপজেলায় দরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন সদর উপজেলার ছাত্রলীগ নেতা সুলাইমানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকে ৫১ সদস্যর কমিটির মাধ্যমে সদরের মারিয়া ইউনিয়নের কৃষক আলামিনের জমির ধান কাটার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে।
ছাত্রলীগ নেতা সুলাইমান জানান, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি” আপা’র নির্দেশেনায় কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারন সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ভাইয়ের পরামর্শক্রমে কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদের নিয়ে ১১টি ইউনিয়নের ধান কাটার কার্যক্রম শুরু করি। ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম সদরের ১১ ইউনিয়নে চলমান থাকবে।