নিজস্ব প্রতিবেদক | ঢাকা২৪ডটনেট:
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। প্রথম মৃত্যুর দুঃসবাদ আসে ১৮ মার্চ। এরপর গত প্রায় দেড় মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। মৃত্যু হয়েছে ১৬৩ জনের। আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন।
বুধবার (২৯ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকায়। করোনা আক্রান্ত হয়েছে যে ১৬৩ জন মারা গেছেন তাদের মধ্যে ১৩৭ জনেই ঢাকা বিভাগে।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন ৮ জন। এখন পর্যন্ত মোট ১৬৩ জন। মৃত্যুর সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, বেশিরভাগ রোগীই ঢাকা ডিভিশনের। এখনও পর্যন্ত মো যে মৃত্যু হয়েছে তাদের ১৩৭ জনই ঢাকা ডিভিশনের।’
ডা. সুলতানা আরও বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ঢাকার বাইরে ২৬ জনের মৃত্যু হয়েছে। আজ যে ৮ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এর মধ্যে ৬ জনই ঢাকায় ও ২ জন ঢাকার বাইরের।’
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ৭ হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।’
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লক্ষ ৫০ হাজার ৪৭৮ জন। মোট মৃত্যুবরণ করেছেন ২ লক্ষ ১৮ হাজার ৪৬৬ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৯ লক্ষ ৬৪ হাজার ১৬১ জন।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হওয়ার পর থেকে গত কয়েক মাসে চীন হয়ে ধীরে ধীরে বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে তা ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ১১ মার্চ করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে।