ডেস্ক রিপোর্ট:
রাজধানীর বনশ্রীর আমুলিয়া মডেল টাউনে রঙের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
সোমবার (৬ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন নিশ্চিত করেন।
তিনি বলেন, বনশ্রীর আমুলিয়া মডেল টাউনে রঙের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।