তুরাগ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর তুরাগ থানা ছাত্র লীগের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে মহানগরের তুরাগ ডিয়াবাড়ির উলুদাহা এলাকায় কয়েকশ’ অসহায় দু:স্থ’র মাঝে রান্না করা খাবার, শাড়ি ও লুঙ্গী বিতরণ এবং আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তুরাগ এলাকায় ৭৪টি গাছ রোপন করা হয়। প্রধান অতিথি মো. ইব্রাহিম হোসেন, সভাপতি ঢাকা মহানগর ছাত্রলীগ (উত্তর), বিশেষ অতিথি মো. সাইদুর রহমান রিদয়, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর ছাত্রলীগ (উত্তর), সভাপতিত্ব করে মো. শফিকুল ইসলাম সভাপতি তুরাগ থানা ছাত্রলীগ, সঞ্চালনা করে মো. আরিফ হাসান সাধারণ সম্পাদক তুরাগ থানা ছাত্রলীগ। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।