রিয়াজ মুন্না,চবি প্রতিনিধি,
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চবি শাখার দশম কমিটি গঠিত হয়েছে। এতে মির্জা ফখরুল ইসলামকে সভাপতি ও শুভ মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় সদস্য ও কাউন্সিলরদের ভোটে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়। মির্জা ফখরুল ইসলামকে সভাপতি ও শুভ মারমাকে সাধারণ সম্পাদক করে ১টি সদস্য পদ শূন্য রেখে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত গঠিত হয়। কমিটির সদস্যরা হলেনঃ সভাপতি: মির্জা ফখরুল ইসলাম সহ-সভাপতি: প্রদীপ দাস সাধারণ সম্পাদক : শুভ মারমা যুগ্ম-সাধারণ সম্পাদক: কিরণ মারমা সাংগঠনিক সম্পাদক : দাউদ সালমান অন্তর সাংগঠনিক সম্পাদক : জাকির হোসেন অর্থ সম্পাদক : ইমন বড়ুয়া দপ্তর সম্পাদক : শুক্লা চাকমা রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক : মঞ্জুরুল মুন্না প্রচার সম্পাদক: অং মারমা এছাড়াও সদস্য: ১.বাবু মারমা ২.সাদিয়া আক্তার ৩.জনি মং মারমা ৪.রিটন চাকমা ৫. শূন্য পদ