August 7, 2025, 4:33 am

জাজের সিনেমায় চলচ্চিত্র পরিবারের এখন আরমান-পিন্টু

Reporter Name 59390 View
Update : Monday, May 7, 2018

বিনোদন প্রতিবেদক :

গত এক বছর ধরে ‘চলচ্চিত্র পরিবার’ ও ‘চলচ্চিত্র ফোরাম’ এই দুই ভাগে বিভক্ত ঢাকাই চলচ্চিত্রাঙ্গন। চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, স্থিরচিত্র গ্রাহক সমিতিসহ ১৮টি সংগঠন নিয়ে চলচ্চিত্র পরিবার গঠন করা হয়েছে।

চলচ্চিত্র পরিবারের অন্যতম নেতা  চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি, চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক আরমান ও স্থিরচিত্র গ্রাহক সমিতির সভাপতি জি ডি পিন্টু। তারা দুজনই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন কর্মকান্ডের বিরুদ্ধে সামনে থেকে আন্দোলন করেছেন। এবার তারা দুজনই জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় কাজ করবেন বলে জানা গেছে।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ সিনেমার ঘোষণা দেয়া হয়। এই সিনেমায় ফাইট ডিরেক্টর হিসেবে থাকবেন আরমান আর স্থিরচিত্র গ্রাহক হিসেবে থাকবেন জি ডি পিন্টু।

এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় ফাইট ডিরেক্টর আরমানের সঙ্গে। তিনি বলেন, ‘জাজের শুরু থেকেই তাদের সিনেমায় আমি কাজ করে আসছি। মাঝে নিজের ব্যস্ততার কারণে কাজ করা হয়নি। এবার দহন সিনেমায় কাজ করব। দহন সিনেমায় সাইন করেছি।’

জাজের সিনেমায় কাজ করতে চলচ্চিত্র পরিবারের কোনো বাধা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘জাজের সিনেমায় কাজ করতে চলচ্চিত্র পরিবারের কোনো বাধা নেই। যে কেউ জাজের সিনেমায় কাজ করতে পারে।’

এর আগে জাজের অন্য একটি সিনেমায় মিশা সওদাগর কাজ করবেন বলে জানা যায়। কথা পাকাপাকি হলেও এখনো চুক্তিবদ্ধ হননি মিশা সওদাগর। খুব শিগগির সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হবেন বলেও জানা যায়।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন ও পূজা চেরি। এর চিত্রনাট্য রচনা করছেন দোলোয়ার হোসেন দিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর