নিউজ ডেস্ক,সোমবার, ০৭ মে ২০১৮:
মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের উপপরিদর্শক (এসআই) শবনম সুলতানাকে পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সদর দপ্তরে আজ সোমবার শবনম সুলতানাকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপুণ্য দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়িচালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে। উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার উপপরিদর্শক শবনম সুলতানা ২২ এপ্রিল রাজধানীর শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তিনি বেতারবার্তার মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সিভিল এভিয়েশন স্কুলের সামনে সড়কে ছুটে যান। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ‘পিকআপ ভ্যানের আহত চালককে উদ্ধার’ করেন এবং একটি ব্রেকবিহীন গাড়ি চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখেন।