প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০১৮, ৪:৩৪ পি.এম
তুরাগে হাফ কেজি গাজা সহ ১ জন আটক

রাসেল খান,
রাজধানীর তুরাগের বাউনিয়া বাদালদী থেকে হাফ কেজি গাজা সহ আনোয়ারুল ইসলাম (৩৮) কে আটক করেছে ডিয়াবাড়ী ফাড়ি পুলিশ।
জানা যায়, বরিবার বিকেল ৫ টার দিকে ওমারআলী মাকের্ট সংলগ্ল এলাকা থেকে হাফ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম(৩৮) কে আটক করে ফাড়ি পুলিশ। আটক হওয়া মাদক ব্যবসায়ীর গ্রাম নওগা জেলার পিতা মৃত বসির উদ্দিনের ছেলে।
ডিয়াবাড়ি ফাড়ি পুলিশের এসআই শফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই বাদালদী ওমর আলী মাকের্ট সংলগ্ন এলাকায় গাজা বিক্রি হচ্ছে আমরা সেখানে অভিযান পরিচালনা করে ৯১ রোল গাজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়ার গাজার ওজন ৪শত ৮০ গ্রাম। মাদক ব্যাবসায়ী আনোয়ারুল এর বিরুদ্ধে তুরাগ থানায় নিয়মিত আইনে মামলা প্রক্রিয়াদিন।
প্রধান সম্পাদক: রাছেল খাঁন | মোবাইল : +৮৮ ০১৮৫৯ ৫৫১৫৫৫ বাউনিয়া,বটতলা,তুরাগ, উত্তরা,ঢাকা-১২৩০।