August 20, 2025, 8:11 pm

বিদ্যুৎ পেলো ঝিকরগাছার ১৫২ পরিবার

Reporter Name 20230 View
Update : Monday, May 7, 2018

নিউজ ডেস্ক,সোমবার, ০৭ মে ২০১৮: স্বাধীনতার ৪৭ বছর পর যশোরের ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর গ্রামে ১৫২ পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো। আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে সোমবার বিকেলে পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার এ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিদ্যুৎবান্ধব সরকার। বিদ্যুতের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই।

তিনি আরো বলেন, ‘২০০১ সালে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিলো ৪২শ’ মেগাওয়াট আর খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতা পাওয়ার পর ৫ বছরে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার মেগাওয়াট কমিয়ে ৩২শ’ মেগাওয়াটে নামিয়েছিলো।’

মনিরুল ইসলাম বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা শামসুজ্জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম দেবাশীষ ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক শাহিন-উল কবির, প্রেসক্লাব ঝিকরগাছার সভাপতি খন্দকার বশির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা পাইলট গার্লস স্কুলের সভাপতি আব্দুর রব, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, পৌর কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. রওশন আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ইলিয়াছ মাহামুদ, যুবলীগ নেতা মো. আক্তারুজ্জামান, উপজেলা সড়কের সাবেক সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর