নিউজ ডেস্ক,মঙ্গলবার, ০৮ মে ২০১৮:
চীনের জিএক্স এয়ারলাইন আগামী ২৯ মে থেকে দেশটির দক্ষিণে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল জুয়াংঝি ঝুয়াংয়ের রাজধানী নানঝিং ও কম্বোডিয়ার সিয়েম রিপের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। খবর সিনহুয়া’র।
প্রতি মঙ্গলবার ও শনিবার বেইজিংয়ের স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে জিএক্স-৮৯০৫ ফ্লাইটটি নানঝিং ছেড়ে যাবে এবং মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় সিয়েম রিপেতে পৌঁছাবে।
সেখান থেকে ফিরতি ফ্লাইটটি প্রতি মঙ্গলবার ও শনিবার সিয়েম রিপের স্থানীয় সময় রাত সময় দেড়টায় ছেড়ে যাবে এবং বেইজিংয়ের স্থানীয় সময় ভোর ৫টায় নানঝিংয়ে পৌঁছাবে। এটা এ এয়ারলাইনের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট। এ বছর তারা গুয়াংঝি, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের সাথে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিনহুয়া।