নিউজ ডেস্ক, ঢাকা টোয়েন্টিফোর, বুধবার, ৯ মে ২০১৮: দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারীর পর দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেয়া ড্যারেন লেহম্যান এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন। দেশটির ন্যাশনাল পারফরমেন্স স্কোয়াডের(এনপিএস) কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক আন্তর্জাতিক তারকা ক্রিস রজার্স এবং রায়ান হ্যারিসের সঙ্গে যোগ দেবেন তিনি।
এনপিএস প্রধান কোচ টরি কুলির অধীনে আগামী অক্টোবর পর্যন্ত নতুন এ দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী লেহম্যান।
কুলি কলেন, ‘লেহম্যানের সঙ্গে আমার ফলপ্রসু আলোচনা হয়েছে এবং সত্যিকারার্থেই তিনি কোচিং দায়িত্ব চালিয়ে যেতে চান। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে- আমাদের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা তার রয়েছে।’