মো. পলাশ প্রধান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে মাদক ও বিভিন্ন অপরাধ বেড়ে চলছে। গতকাল বিকেল ৫টার দিকে টঙ্গী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিরোধী অভিযানে সেবনসহ মাদক ব্যবসায়ীদের আটক করেন পুলিশ। আকটকৃতরা হলেন- চিহ্নিত মাদক বিক্রেতা মো. জাহাঙ্গীর আলম (৩৯), মো. জুয়েল (২০), অপু আহম্মেদ (১৮), মো. শিপন সরকার (২৮), সাঈদুর রহমান (২৫), মো. বশির (২৫), মো. রতন (২৪), আবুল কামাল (২৫) ও মো. নয়ন।
টঙ্গীর মাজার বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বস্তির সাধারণ মানুষ মাদকের কারণে এর আগে অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এ বস্তিতে যে মাদক বাণিজ্য চলছিল, তাতে তাদের সন্তানদের নিয়ে বসবাস করা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। বস্তিবাসী আরো জানায়, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ, টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেনসহ অনেকে মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান, ‘মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই, আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা যদি জড়িত থাকেন, তাহলে তাদেরও ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনা হবে। ওসি আরো বলেন, বুধবার বিকেলে মাজার বস্তিতে মাদক বিরোধী অভিযান করে ৯জনকে আটক করা হয়। এছাড়া তাদের আস্তানাগুলো ভাঙচুর করা হয়। আটককৃতদের মাদক মামলা দিয়ে জেলে প্রেরণ করা হবে।