নিজস্ব প্রতিবেদক,বৃহস্পতিবার,১০ মে ২০১৮:
প্রচার হতে যাচ্ছে নাটকের মেধাবী মুখ নিপা ইসলাম ও মীর সাব্বিরের নতুন নাটক ‘রূপালী-ভাবনা’। দীঘদিন পর এ নাটকের মধ্যেদিয়ে রোমান্টিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম আজাদ। নাটকে মীর সাব্বিরের চরিত্রের নাম হীরক। সে একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর।
এই নাটকে মমীর সাব্বিবের বিপরীতে অভিনয় করেছেন সময়ের মেধাবী মুখ নিপা ইসলাম। ‘রূপালী-ভাবনা’ নাম ভুমিকায় অভিনয় করেছেন তিনি। সাব্বিরের বিপরীতে নাটকে তাকে দৈত চরিত্রে দেখা যাবে।
নাটকে অভিনয় সম্পর্কে নিপা বলেন, ‘একটি সামজিক ও রোমান্টিক গল্পের নাটক ‘রূপালী-ভাবনা’। সাব্বির ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি এটা আমার বড় প্রাপ্তি। আমাকে নানা ভাবে তিনি অভিনয়ে সহযোগিতা করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আশাকরি দর্শক নাটকটি উপভোগ করবেন।’
অভিনয় নিয়ে নিপা আরও বলেন, ‘ভালো কাজ দিয়ে আমি এগিয়ে যেতে চাই। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে আমি নজড় দিতে চাই।’
‘রূপালী-ভাবনা’ নিয়ে মীর সাব্বির বলেন, ‘রোমান্টিক একটি গল্প। গল্পে টুইস্ট রয়েছে। কাজটি আমার মনেরমতো হয়েছে। নিপাও ভালো অভিনয় করেছে। নাটকটি দেখলে দর্শক অবশ্যই নিরাশ হবেন না।’
‘রূপালী-ভাবনা’ নিয়ে পরিচালক আমিনুল ইসলাম আজাদ বলেন, ‘রোমান্টিক গল্পের মাঝে নাটকে কিছু সামাজিক ম্যাসেজ রয়েছে। সমাজের দায়বদ্ধতা থেকে এই ম্যাসেজ রয়েছে তুরে ধরা হয়েছে নাটকে।’
মীর সাব্বির নিপা ইসলাম ছাড়াও নাটকে অভিনয় করেছেন, চিত্র লেখা গুহ, তারেকস্বপনসহ অনেকে। পরিচালক জানিয়েছেন, আগামীকাল শুক্রবার (১১ মে) রাত ৯টায় এটিএন বাংলায় নাটক প্রচার হবে।