1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

ময়মনসিংহের শীর্ষ মাদক সম্রাট বিপল্ব বন্দুক যুদ্ধে নিহত

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ২০ মে, ২০১৮
  • ১১৫ পাঠক

ময়মনসিংহ প্রতিনিধি,

শহরের চরপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে ওসি ডিবির নেতৃত্বে ডিবির টিম মাসকান্দা গনশার মোড় এলাকায় ইং ২০/০৫/১৮ তা‌রিখ রাত্রী ০২: ১৫ ঘ‌টিকায় পৌছালে মাদক ব্যবসায়িরা পুলিশের উপস্হিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করলে পুলিশ ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে মাদক ব্যবসায়িরা পলানোর চেষ্টা করিলে ঘটনাস্হলে গুলিবিদ্ধ অবস্হায় মাদক সম্রাট বিপ্লব কে পেয়ে দ্রুত তাকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে প্রেরন করা হয়।

ঘটনাস্হল তল্লাশি করিয়া ২০০ গ্রাম হিরোইন, ২০০ পিস ইয়াবা, ‌তিন‌টি গু‌লির খোসা ,২ টি চাকু উদ্ধার করা হয়। হাসপাতালে কর্তব্যরত ডা: অাহত বিপ্লবকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পুলিশের কং রাশেদুল এবং কং কাওছার আহত হয়। আহত পুলিশ সদস্যদের কে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন। মৃত বিল্পব এর বিরু‌দ্ধে মাদক আই‌নে একা‌ধিক মামলা আ‌ছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD