মো. পলাশ প্রধান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি,
টঙ্গীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী রনি ওরফে বেস্তি রনি নিহত হয়েছে। সোমবার ভোর রাতে টঙ্গীর নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দু‘জন এএসআই ওমর ফারুক ও আনোয়ার আহত হন। নিহত বেস্তি রনি এরশাদ নগর ৩ নম্বর ব্লকের মো. হাফিজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদক ও হত্যাসহ ১৪টি মামলার আসামী বেস্তি রনিকে আটক করা হয়। তাকে আটক করে নিমতলী এলাকায় অভিযান যায় পুলিশ। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি ছুড়ে। এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রনির মৃত্যু হয়।