রিয়াজ মুন্না,চবি প্রতিনিধি,
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় চিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আগামী ২৫-২৬ মে “ডিওই-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৮” আয়োজন করেছে। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বের সংসদীয় ধারায় আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২৮ টি দল থেকে মোট ৮৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করবে। আজ দুপুর দুইটায় চবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এ তথ্য জানান প্রতিযোগিতার আহবায়ক ও সিইউডিএস এর সাধারন সম্পাদক ইনজামাম উল হোসাইন। প্রথমদিন চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম এর পরিচালক আজাদুর রহমান মল্লিক,চবির আইন অনুষদের ডীন ও সিইউডিএস এর মডারেটর প্রফেসর ড. এবিএম আবু নোমান ও বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী। দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থাকবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী,পরিবেশ অধিদপ্তর,চট্টগ্রাম এর পরিচালক আজাদুর রহমান মল্লিক,ক্লিপটন গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক অলক বড়ুয়া। সিইউডিএস আয়োজিত এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সংবাদ সহযোগী হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও যমুনা টিভি।