রিয়াজ মুন্না,চবি প্রতিনিধি,
চিটাগাং ইউনিভার্সিটি বার্ড ক্লাব (সিইউবিসি) এর ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এ অনুষ্ঠান আয়োজিত হয়।এতে ক্লাবের উপদেষ্টা,সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ইফতার পরবর্তী “ওয়াইল্ড লাইফ আড্ডা” নামক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ফরিদ আহসান ও তার সহধর্মিনী ফেরদৌস আরা।এছাড়াও বক্তব্য রাখেন একই বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন,সহকারী অধ্যাপক ইসমত আরা ও ক্লাবের সিইও মিজানুর রহমান। বক্তারা বলেন, পাখি সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে বার্ড ক্লাব ব্যাপক ভূমিকা রাখছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে এটি এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।আন্তর্জাতিক পর্যায়েও এ ক্লাব বেশ পরিচিত হয়ে উঠেছে। ক্লাবের অনেক সফলতার প্রমাণ শিক্ষার্থীদের কাজের পর্যালোচনায়ই পাওয়া যায়। ড. ফরিদ বলেন, পাখি দেখাও একটি শখ। যার এ ধরনের শখ থাকে না তার অবসর জীবন আনন্দের হয়না। তারা আরো বলেন, পাখির প্রতি ভালোবাসা থেকেই ক্লাবটির যাত্রা শুরু হলেও এখন প্রায় সবগুলো প্রাণি নিয়েই এ ক্লাব কাজ করছে। এছাড়া ক্লাবটির মাধ্যমে চবির শিক্ষার্থীরা পাখি মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জনসহ কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বক্তারা প্রকৃতি সংরক্ষণে সকল মানুষকে পাখি ও বন্যপ্রাণীর প্রতি সচেতন ও সদয় হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।