1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ৩ জুন, ২০১৮
  • ১১৬ পাঠক

নিউজ ডেস্ক,রবিবার ০৩ জুন ২০১৮: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ি খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ ট্রাক যাত্রী।

রবিবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উপজেলার দাদপুর জিআর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা রাশিদুল (২৪), রহমান (৩২) ও আলামিন (২০)।

আহতরা হলেন, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী (৩০), একই উপজেলার বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ (২২) ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল (২০)। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও রায়গঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হোসেন ব্রেকিংনিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা জানান, ঢাকা থেকে বগুড়াগামী টিনবোঝাই একটি ট্রাক দাদপুর ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই উল্টে খাদে পড়ে যায়। ট্রাকে থাকা টিনের বান্ডিলসহ তিন যাত্রী খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

আহত তিনজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি আব্দুল কাদের।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD