নিজস্ব প্রতিবেদক, সোমবার, ৪ জুন ২০১৮:
আজ মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে রাইন ওকে মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিল শেষে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো: আল-আমিন সরকার (মানবজমিন)কে সভাপতি এবং শাওন খন্দকার শাহিন (খোলা কাগজ)কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। থানা প্রেসক্লাবের আহব্বায়ক মো: আনিসুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্নালিস্ট হেলথ ফোরাম বাংলাদেশের মহাসচিব শাফি উদ্দিন আহমদ, মাধবদী ক্লাব লিমিটেডের সভাপতি মো: আল-আমিন প্রধান ভূঁইয়া, সাংবাদিক নাঈম আহমদ প্রমুখ। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান সোহেল, সহ-সভাপতি ওবায়দুর রহমান মাসুম ও তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রাসেল হাসান, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মো: নুর আলম, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা হক শিমুল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাজ¦ী রোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মাহবুব উল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফ ইকবাল রাসেল, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, প্রকাশনা সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, কল্যাণ সম্পাদক রাকিবুল হাসান জয়, ক্রীড়া সম্পাদক ছিদ্দিকুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মো: আওলাদ হোসেন, কার্যকরি সদস্য অধ্যাপক ফজলুল হক মিলন, সফুর উদ্দিন প্রভাত, সাহিল সারোয়ার, কাজী মেহবুব ইয়াছিন সৃজন ও মো: জাকারিয়া।