নিউজ ডেস্ক,বৃহস্পতিবার, ০৭ জুন ২০১৮:
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ স্পর্শে মাইনুদ্দিন মিয়া (৩০) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) দুপুরে জেলা পৌরশহরের কাউতলি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
মাইনুদ্দিন সদর উপজেলার সাদেকপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইনম্যানদের সহযোগী হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্টেডিয়াম এলাকায় ১১ হাজার ভোল্টের লাইনে ত্রুটি দেখা দেয়। পরে মাইনুদ্দিনসহ আরো কয়েকজন ত্রুটি মেরামত করতে যায়। কাজ করার সময় অসতর্কতাবসৎ সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।