নিউজ ডেস্ক, শুক্রবার, ০৮ জুন ২০১৮: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় শুক্রবার সকালে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। এসময় আরও ৯জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- নারগিস আক্তার (৩৫) ও হাসিনা বেগম (৪০)। অপর নিহত পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নতুন ব্রিজ এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই ঘটনায় আরও ৯জন আহত হয়েছেন।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।