1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

অনুশীলনে ফিরেছেন সালাহ

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ১১৭ পাঠক

স্পোর্টস ডেস্ক,বৃহস্পতিবার,১৪ জুন ২০১৮: বাঁহাতের ইনজুরি কিছুটা কাটিয়ে উঠে অনুশীলনে ফিরলেন মিসরের স্ট্রাইকার মোহামেদ সালাহ। আগামীকাল শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু করবে মিসর।

মোহামেদ সালাহ গত মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিপক্ষ অধিনায়ক সার্জিও রামোসের সাথে বল দখলের লড়াইয়ে পড়ে যান। তার ইনজুরি গুরুতর হওয়ায় ত্রিশ মিনিট পরেই মাঠ ছাড়তে হয় তাকে। এ ঘটনায় সালাহ’র বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু শুশ্রূষা প্রক্রিয়ায় বেশ কম সময় নিয়েছেন মিসর তারকা। এরপরও উরুগুয়ের বিপক্ষে দলের উদ্বোধনী খেলায় তাকে নিয়ে রয়ে গেছে সংশয়।

সালাহ অবশ্য গত মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার এ অনুশীলন ফিজিওর নির্দেশনায় চলছে। পুরো অনুশীলনের দৃশ্যটি ভিডিও করিয়ে রেখেছেন সালাহ। এতে হালকা অনুশীলন করতে দেখা যায়।

মিসর ২৮ বছর পর আবার বিশ্বকাপে খেলতে এসেছে। সালাহর ২৬তম জন্মদিনে হতে যাওয়া ম্যাচটি থেকেই তাকে মাঠে পাবার ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এ ব্যাপারে দলের পরিচালক ইহাব লাহিতা একটু সাবধানী ভঙ্গিতেই বলেন, ‘তার পুনর্বাসন প্রক্রিয়া বেশ ভালোই চলছে, কিন্তু তার খেলা না খেলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেইনি আমরা। তবে আমরা এ ব্যাপারটা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছি।’

বাছাই পর্বে কঙ্গোর বিপক্ষে ইনজুরি টাইমে করা এক গোলে ২৮ বছর পর মিসরের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেন মোহামেদ সালাহ। এরপরে মিসরের জাতীয় নায়কে পরিণত হন এ লিভারপুল স্ট্রাইকার। দলের সেরা তারকার উপস্থিতির উপরই অনেকটা নির্ভর করছে উরুগুয়ের বিপক্ষে আফ্রিকান দলটির সম্ভাবনা। হয়তো প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার হবার চাবিকাঠিও।

একাতেরিনবার্গে আগামীকাল শুক্রবার ‘এ’ গ্রুপে দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ১৯৯০ সালের পর আবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দল মিসর। এরপর ১৯ জুন সেইন্ট পিটার্সবার্গে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে খেলবে ফারাওরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন ভলগোগ্রাদে এশীয় দল সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে সালাহর দল।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD