1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

উদ্বোধনী ম্যাচে সৌদিকে ৫-০ গোলে হারালো রাশিয়া

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ১৮৩ পাঠক

স্পোর্টস ডেস্ক:
শুক্রবার,১৫ জুন ২০১৮:
স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচটা না জিতলে কি চলে! অতীত অভিজ্ঞতাও তো তেমনটিই বলে। বিশ্বকাপে স্বাগতিক দেশ উদ্বোধনী ম্যাচে কখনও হারেনি। হারেনি রাশিয়াও। ঘরের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ।

দলের পক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জোড়া গোল করেছেন দেনিস চেরিশেভ। অপর তিনটি গোল করেছেন ইউরি গাজিনস্কিয়ি, আর্তেম জিউবা ও গলভিন।

প্রথমার্ধের ১২ মিনিটেই আলেক্সান্দর গোলোভিনের ক্রস থেকে এবারের বিশ্বকাপের প্রথম গোল করে রাশিয়াকে এগিয়ে দেন ইউরি গাজিনস্কিয়ি।

তবে গাজিনস্কিয়ির উদযাপনটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় তাকে মাঠ ছাড়তে হয়। বদলি হিসেবে নেমে ম্যাচের ৪৩ মিনিটে বাজিমাত করেন দেনিস চেরিশেভ।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে আরও ক্ষীপ্রতর হয়ে উঠে তারা। ৭১ মিনিটে আর্তেম জিউবার হেডের গোল থেকে ৩-০’তে এগিয়ে যায় রুশরা।

তখনও বিশ্বকাপের রোমাঞ্চকর অঘটনটা বাকি ছিল। সেটার দেখা মিললো অতিরিক্ত সময়ে। ম্যাচের ৯১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে নিজের জোড়া গোল পূর্ণ করেন চেরিশেভ। এর পর শেষ বাঁশি বাজার আগে ৯৪ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে সৌদি আরবকে গোলবন্যায় ভাসায় রাশিয়া।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD