স্পোর্টস ডেস্ক,শনিবার,১৬ জুন ২০১৮: চলতি বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগেই পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছিলেন খারাপ খবর। সেটা আবার এল স্পেন থেকেই। কর ফাঁকি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।
দু’বছরের কারাদণ্ড এবং ১৬.৫ মিলিয়ন পাউন্ড জরিমানার সাজা দিয়েছে স্পেনের একটি আদালত। রোনালদো এই সাজা মেনে নিয়েছেন।
স্পেনের নিয়ম অনুযায়ী, দু’বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাধারণত জেলে যেতে হয় না। তবে রোনালদোর আইনজীবীরা স্পেনের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে রফাসূত্র খোঁজার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।
রোনালদো ছাড়াও আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির বিরুদ্ধেও স্পেনে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তার ২১ মাসের কারাদণ্ড এবং বিপুল অঙ্কের জরিমানা হয়। মেসিকে জেলে যেতে হয়নি। তিনি শুধু জরিমানা দিয়েই রেহাই পান। রোনালদোর ক্ষেত্রেও তেমনই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।