রিয়াজ মুন্না,চবি প্রতিনিধি,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মহেশখালী-কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন মহেশখালী-কুতুবদিয়া স্টুডেন্টস ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন ফারসি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের মাহফুজ উদ্দীন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের ওসমান গণি। সোমবার (১৮ জুন) সংগঠনের উপদেষ্টা পরিষদ এই কমিটি ঘোষনা করেন। কমিটির সদ্য মনোনীত সভাপতি মাহফুজ উদ্দীন বলেন, মহেশখালী-কুতুবদিয়ার শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের যাতে কোন ধরণের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখবো। পাশাপাশি ফোরামের অন্যান্য সদস্য এবং সাধারণ শিক্ষার্থীদের মহেশখালী-কুতুবদিয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।