আব্দুল কুদ্দুস,সোমবার,১৮ জুন ২০১৮: নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে বাসের ধাক্কায় হাশেম মিয়া (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (১৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে এনা পরিবহনের বাস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
সদর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন জানান, হাশেম মিয়া নামের এক রিকশাচালক সকালে ইউনিয়ন পরিষদের সামনে মোড় ঘুরছিলেন। এসময় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তার রিকশাকে সজোরে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি জানান, বাস ও এর চালকে আটকের চেষ্টা চলছে।