নিউজ ডেস্ক,সোমবার,২৫ জুন ২০১৮: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক খাদে পড়ে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) এবং স্থানীয় সমাজসেবী মজনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ‘গাইবান্ধা থেকে নির্মাণ শ্রমিকদের নিয়ে ওই ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় সেটি দুর্ঘটনায় পড়ে। ট্রাকটি খাদে পড়ে গেলে অন্তত ৩০ জন আহত হয়। তাদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।’
আহত বাকিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতদের কারও নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।