September 11, 2025, 1:04 am

চট্টগ্রামস্থ সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের ঈদ পুর্নমিলনী

Reporter Name 331 View
Update : Monday, July 9, 2018

 নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের ঈদ পুর্নমিলনী ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে নগরীর হালিশহরস্থ একটি রেস্টুরেন্টে এই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়। সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান শুভ’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হাসান তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম। এতে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হাসান তপু, বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হাজার হাজার দক্ষ নেতা তৈরীর কারখানা। আমাদের দেশনেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। একসময় বিশ্ববাসি বাংলাদেশের মানুষকে ঝড় জলোচ্ছ্বাস দরিদ্র দেশ হিসেবে চিনত। বর্তমানে তাদের ধারনা পরিবর্তন হয়েছে। তাই এ উন্নয়নের ধারাকে বজায় রাখতে নৌকার জয় ছিনিয়ে আনতে হবে। মাদকের বিষয়ে তিনি বলেন, মাদক একটি ভংয়কর নেশা। মাদকের ছোবলে অনেক মেধাবী ধ্বংস হয়ে গেছে। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে মাদক থেকে দূরে থাকতে হবে। উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। এসময় তিনি বর্তমান সরকারের সন্দ্বীপে উন্নয়নের নমুনা তুলে ধরে বলেন, এক সময় সন্দ্বীপে যে বিদ্যুৎ ছিল স্বপ্নের মতো তা শীঘ্রই দৃশ্যায়িত হতে যাচ্ছে। এসময় আরো বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ইমরান খান আরবী সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান সৌরভ, মনিরুল হাসান আরাফাত।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর