নিজস্ব প্রতিবেদক,মঙ্গলবার,১০ জুলাই ২০১৮: রাজধানীর উত্তরা ক্লাবে অভিযান চালিয়ে (৯ জুলাই) সোমবার বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছেন শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তারা। জব্দ পণ্যের মধ্যে ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, হুইস্কি, ভোদকা ও বিয়ার রয়েছে, যার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
শুল্ক্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খবর পেয়ে ক্লাবের লোকজন তালা দিয়ে পালিয়ে যান। পরে তালা ভেঙে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অনুমতির বাইরে অতিরিক্ত ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার জব্দ করা হয়।
সংশ্নিষ্ট শুল্ক্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অনুমতির বাইরে অতিরিক্ত মদ ও বিয়ার বিক্রি করছিল ক্লাবের কর্মচারীরা। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান শুল্ক্ক গোয়েন্দা কর্মকর্তারা।