নিউজ ডেস্ক, মঙ্গলবার ,১০ জুলাই ২০১৮:
রাজধানীর ডেমরা বামইল এলাকার একটি বাসায় চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, তারা ডেমরা বামইল এলাকায় সপরিবারে একটি টিনসেড বাসায় ভাড়া থাকেন। সন্ধ্যায় শিশুটির বাবা বাসার বাইরে ছিলেন। তিনি তাদের আরেক সন্তানকে নিয়ে ঘরে ছিলেন। আর ভুক্তভোগী শিশুটি বাইরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিলো।
এসময় একই বাসার আরেক ভাড়াটিয়া নাঈম (১৮) তার মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়ের কাছ থেকে শুনে বিষয়টি জানতে পারি এবং তার শারীরিক অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাই।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ব্রেকিংনিউজকে জানান, শিশুটিকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।