আব্দুল কুদ্দুস,মঙ্গলবার ,১০ জুলাই ২০১৮: নরসিংদীর মাধবদীতে ২১৫ বোতল ফেন্সিডিল, ১৯ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ একজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শেখেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ আটক করে মাধবদী থানা নিয়ে আসে। পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় সার্জেন সালাহউদ্দিন একটি পিকআপ ভ্যানকে থামানোর নির্দেশ দিলে গাড়ী চালক না থামিয়ে দ্রুত গতিতে চলে যায়। পরে শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এস আই মোঃ আব্দুল হান্নান ওয়ারলেছে সংবাদপেয়ে গাড়িটির গতিরোধ করে। তারপর গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির চালক ও অপর সঙ্গী গাড়িটি রেখে পালিয়ে যায় এব্যাপারে জুয়েল মিয়া (৩৫) কে আটক করে সে আখাউড়া বাউতলা এলাকার ফায়েজ মিয়ার ছেলে। মাধবদী থানায় মাদক আইনে একটি মামলা (১৫ তাং ৮/৭/১৮ইং) দায়েরের করা হয়।